প্রধানমন্ত্রীর জন্মদিনে ফেনীতে টিকা নিলেই মিলছে বিস্কুট-পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১২:০২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে করোনা টিকা গ্রহণ করলেই দেওয়া হচ্ছে এক প্যাকেট বিস্কুট ও এক বোতল পানি। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদের সামনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে আজ দেড় হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হবে।

jagonews24

ইউপি চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন বলেন, প্রান্তিক জনপদের মানুষের মধ্যে টিকা গ্রহণে ভীতি কাটিয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা। এ সময় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক যোবায়ের হোসেনসহ বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।