নিখোঁজের ৮ দিন পর ধানক্ষেতে মিললো ইজিবাইকচালকের মরদেহ
ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের আটদিন পর ইকরামুল ইসলাম (২৬) নামে এক ইজিবাইকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইকরামুল সদর উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে।
ইকরামুলের বড় ভাই রুহুল আমিন জানান, ১২ অক্টোবর সকালে ভাড়ায় চালানোর জন্য প্রতিদিনের ন্যায় নিজ গ্রাম তেঁতুলবাড়িয়া থেকে ঝিনাইদহের উদ্দেশে ইকরামুল ইজিবাইক নিয়ে রওনা হন। রাত ৮টার দিকে বাড়ি না ফিরলে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। সে সময় ইকরামুল জানান, তিনি বাড়ি ফিরছেন। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া জানান, ধানক্ষেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ ইকরামুলের বলে পরিবার শনাক্ত করে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস