বরগুনায় ঘরে ঝুলছিল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২০ অক্টোবর ২০২১

বরগুনার পাথরঘাটা পৌরসভায় গলায় ওড়না পেঁচিয়ে তুবা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (২০ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার্থী তুবার সঙ্গে লাকুরতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে সজীব হাসানের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে সজীবের মা মাজেদা বেগম বুধবার সকালে তুবার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি করেন। এর কিছুক্ষণ পর তুবা নিজ ঘরে ঢুকে চৌকাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন।

তুবার বাবা সেন্টু মিয়া বলেন, বাইরে থেকে এসে তুবাকে না দেখে ডাকাডাকি করতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে তার ঘরে যাই। গিয়ে দেখি গলায় ওড়না পেঁচিয়ে চৌকাঠের সঙ্গে ঝুলছে আমার মেয়ে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।