মামাকে কুপিয়ে পালানো যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরগুনার তালতলীতে মামাকে কুপিয়ে চাচার বাড়ি এসে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে মো. মাহফুজ (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (১ নভেম্বর) সকালে তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মৃত মাহফুজ উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা এলাকার নিজাম হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজ তার আপন মামাকে কুপিয়ে গুরুতর জখম করে। এরপর আত্মগোপনে থাকার জন্য পাঁচ দিন আগে তার বাবার মামাতো ভাই ছোট বগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকার বাদশা হাওলাদার বাড়িতে আসেন। সবসময় চিন্তিত থাকতেন।
এক পর্যায়ে রোববার তার বাবার আরেক মামাতো ভাই কাওসার হাওলাদারের বসতঘরের দক্ষিণ পাশে একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
রাতে বাদশা হাওলাদার তাকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে তালতলী থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এসজে/এমএস