এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৮ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গায় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে তন্ময় আহমেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এরই মধ্যে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দু-তিনজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরই মধ্যে ওই মামলার এজাহার নামীয় একজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশকিছু তথ্য দিয়েছে সে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মামলাটি খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে গ্রেফতার ও মামলার আসামিদের নাম গোপন রাখা হয়েছে।

রোববার দুপুরে চুয়াডাঙ্গা শহরের আল হেলাল ইসলামিয়া একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সময় প্রেম সংক্রান্ত বিরোধের জেরে তন্ময় আহমেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সালাউদ্দীন কাজল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।