পিরোজপুরে যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুরে আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুর্ধ্ব-১৯ বালক ও বালিকা ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. সাঈদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
প্রতিযোগিতায় প্রতি উপজেলা থেকে দুইটি টিম অংশ নেয়। এতে বালিকাদের বিভাগে ভান্ডারিয়া দল চ্যাম্পিয়ন হয় ও পিরোজপুর সদর দল রানার্সআপ হয়। এছাড়া বালকদের বিভাগে চ্যাম্পিয়ন হয় ইন্দুরকানী দল এবং রানার্সআপ হয় ভান্ডারিয়া দল।
ইউএইচ/জেআইএম