এক গ্রামের তিন নাম নিয়ে বিপাকে ভোটাররা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:২১ পিএম, ১০ নভেম্বর ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে স্মার্টকার্ডে গ্রাম এবং মৌজার নামের বানান ভুলের অভিযোগ উঠেছে। এতে কর্মক্ষেত্রসহ বিভিন্নভাবে বিড়ম্বনার আশঙ্কা করছেন ওই কার্ডধারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ নভেম্বর) উপজেলার পোগলদিঘা মহাবিদ্যালয় কলেজ মাঠে পোগলদিঘা ইউনিয়নের দামোদরপুর ও পোগলদিঘা গ্রামের স্মার্টকার্ড বিতরণ করা হয়। কিন্তু স্মার্টকার্ডে নিজের এলাকার নামের বানান ভুল দেখে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

স্মার্টকার্ড নিতে আসা শফিকুল ইসলাম, আব্দুর রশিদ, তারেকসহ বেশ কয়েকজন জাগো নিউজকে বলেন, তাদের গ্রামের নাম দামোদরপুর। অথচ কারো কারো স্মার্টকার্ডে দামুদাপুর, দামোধরপুর ও দামোদপুর লেখা হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ আলম জাগো নিউজকে বলেন, ভুলগুলো আমাদের না। এটা যে জায়গা থেকে প্রিন্ট হয়েছে সে জায়গার ভুল। তবে যাদের স্মার্টকার্ডে ভুল আছে তারা পরে এটা সংশোধন করতে পারবেন।

নাসিম উদ্দিন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।