খেলা দেখানোর সময় সাপের কামড়ে প্রাণ গেলো সাপুড়ের
ফাইল ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খেলা দেখানোর সময় সাপের কামড়ে মনিরুল ইসলাম (৩৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। তিনি আলমডাঙ্গা উপজেলায় অনুপনগর গ্রামের ইসরাইল বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন মনিরুল ইসলাম। এ সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। স্থানীয়রা মনিরুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সাপুড়ে মনিরুল ইসলাম খেলা দেখানোর সময় সাপের কামড়ে মারা গেছেন বলে তিনি শুনেছেন।
সালাউদ্দীন কাজল/এমআরআর/জিকেএস