চুয়াডাঙ্গায় তিনটিতে আ’লীগ দুটিতে বিদ্রোহী জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১২ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গার পাঁচ ইউপির তিনটিতে আওয়ামী লীগ এবং দুটিতে নৌকার বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্ত ইউপিতে নৌকা প্রতীকের ইশাবুল ইসলাম মিল্টন বিজয়ী হয়েছেন। উপজেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

দামুড়হুদার জুড়ানপুরে নৌকা প্রতীকের সোহরাব হোসেন এবং সদর ইউনিয়নে হযরত আলী নির্বাচিত হয়েছেন। কার্পাসডাঙ্গা ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী আব্দুল করিম এবং কুড়ুলগাছি ইউপিতে কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। দামুড়হুদা উপজেলা রিটার্নিং অফিসার মো. ইসহাক বিষয়টি নিশ্চিত করেছেন।

সালাউদ্দীন কাজল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।