চুয়াডাঙ্গায় সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৩ নভেম্বর ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে গোলজার হোসেন (৩০) নমে এক বিচুলি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

নিহত গোলজার হোসেন একই গ্রামের হায়দার আলীর ছেলে ও বিচুলি ব্যবসায়ী।

গোলজার হোসেনের ব্যবসায়ীক পার্টনার ওসমান আলী জানান, আমরা গ্রামের বিভিন্ন স্থান থেকে বিচুলি কিনে বিক্রি করি। গত রাত ১১টার দিকে পাওনাদারদের টাকা পরিশোধ করে বড়িতে ফিরছিলাম। এ সময় গ্রামের দোপের রাস্তা এলাকায় পৌঁছালে একটি বিষধর সাপ গোলজারের বাম পায়ে কামড় দেয়। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও গোলজার যখন যন্ত্রণায় কাতরাতে থাকেন তখন আলো জ্বালিয়ে তার পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পাই। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াসাদ জামান তুলন বলেন, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সালাউদ্দীন কাজল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।