জামালপুরে ভোটে বিএনপির সমর্থন চাইলেন আ’লীগ প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৫ নভেম্বর ২০২১

ইউপি নির্বাচনে বিজয় নিশ্চিত করতে বিএনপির সমর্থন চাইলেন মাকছুদুর রহমান আনসারী নামে আওয়ামী লীগ মনোনীত নৌকার এক প্রার্থী।

রোববার (১৪ নভেম্বর) রাতে নির্বাচনী সভায় তিনি এ আহ্বান জানান। এ নিয়ে তার দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মাকছুদুর রহমান আনসারী আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। একই দল থেকে তার প্রতিপক্ষ হয়েছেন একাধিক।

মনোনয়ন বঞ্চিত হয়ে তার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সরদার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনও করেছিলেন। পরবর্তীতে আব্দুর রাজ্জাক সরদার বিদ্রোহী প্রার্থী হন। এছাড়া দলের আরেক নেতা আফছার আলী সরদারও বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

অপরদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী হিসেবে ব্যবসায়ী বাহাদুর আলী স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সবমিলিয়ে নৌকা প্রতীকের প্রার্থী মাকছুদুর রহমান আনসারি নৌকার বিজয় নিয়ে শঙ্কায় আছেন বলে নিজের কর্মীসমর্থকরা মনে করেন। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত সদর উপজেলার তিনটি বিদ্রোহী ও একটি স্বতন্ত্র প্রার্থী জয়ী হওয়ায় তার শঙ্কা আরও প্রকট হয়েছে বলেও জানা গেছে। তার বিজয় নিশ্চিত করতে এক নির্বাচনী সভায় বিএনপির ভোটারদের শতভাগ ভোট ও সমর্থনের আহ্বান জানান।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে মাকছুদুর রহমান বলেন, নৌকার প্রার্থী নয়, আমি ব্যক্তি মাকছুদুর হিসেবে আপনাদের অনুরোধ করতে চাই কমিটির লোকজন এবং নেতাকর্মীরা মাকছুদুর ভাই হিসেবে আমার জন্য ভোট চাইবেন। বিএনপির সেই ভাইরাও দয়া করে আমাকে ভোট দেবেন, আমার জন্য নির্বাচন করে দেবেন।

নির্বাচনী সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ব্যাপারে জানতে চাইলে মাকছুদুর রহমান জাগো নিউজকে বলেন, আমি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমি প্রার্থী হিসেবে যে কারও কাছে ভোট চাইতেই পারি। দোষের কিছু নেই।

নিজের রাজনৈতিক অতীত সম্পর্কে তিনি বলেন, আমি একসময় উপজেলা যুবদলের সভাপতি, জেলা যুবদলের সহসভাপতি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলাম। পরবর্তীতে আওয়ামী লীগে যোগদান করি।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ জাগো নিউজকে বলেন, নির্বাচনী কৌশল হিসেবে তিনি হয়তো বিএনপির সমর্থন চাইতে পারেন। তবে বক্তব্যকালে আমাদের নেতাদের সচেতন থাকা জরুরি, এমন কোনো বক্তব্য দেওয়া ঠিক না যা দলের জন্য বিব্রতর।

মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।