ট্রেনের ধাক্কায় মাইক্রো চূর্ণ, বেঁচে গেলেন বৈজ্ঞানিক কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৬ নভেম্বর ২০২১

জামালপুরে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চুর্ণবিচূর্ণ হয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি মাইক্রোবাস। ভয়াবহ এ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

acc1

আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঞ্জুরুল কাদির জানান, শেরপুর সরেজমিন গবেষণা বিভাগে কর্মরত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ অফিসের গাড়িতে শেরপুর থেকে ফিরছিলেন। তারা শহরের বনপাড়া এলাকায় লেভেলক্রসিং অতিক্রম করার সময় হঠাৎ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেন কাছাকাছি চলে আসে। গাড়ি থেকে দ্রুত নেমে যান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুর রহমান ও বৈজ্ঞানিক সহকারী পানাউল্লাহ। গাড়িটি সচলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ড্রাইভার মেগনাথ গোপও নেমে পড়েন। ফলে ট্রেনটি ধাক্কা দিয়ে প্রায় ৩০০ গজ দূরে নিয়ে যায়।

acc1

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলজার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।