জামালপুরে পুলিশি বাধায় কার্যালয়ের ভেতরেই বিএনপির গণঅনশন
জামালপুরে পুলিশের বাধায় কার্যালয়ের ভেতরেই বিএনপির গণঅনশন কর্মসূচি চলছে। শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী অভিযোগ করে বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে রেলওয়ে জংশন স্টেশনের পার্কিংয়ে গণঅনশনের কর্মসূচির জায়গায় নির্ধারণ করা হয়। শুক্রবার রাত থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশ প্রশাসন সেখানে অবস্থান নেয়। শনিবার সকাল ৯টায় দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হলে পুলিশি বাধার সম্মুখীন হন। পরে শহরের শফি মিয়ার বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিলে সরকারদলীয় নেতাকর্মী ও পুলিশ সেখানেও যৌথভাবে বাধা দেয়।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় কার্যালয়ের ভেতরে নেতাকর্মীরা অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছে এবং তা বিকেল ৪টা পর্যন্ত চলবে বলেও জানা গেছে।
কর্মসূচিতে উপস্থিত আছেন- বিএনপি নেতা শহিদুল হক খান দুলাল, অ্যাডভোকেট ফজলুল হক, আহসানুজ্জামান রুমেল, শফিকুল ইসলাম খান সজিব, মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুস সোবাহান, শেলীনা বেগমসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
গণঅনশনে বাধার বিষয়ে প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জাগো নিউজকে বলেন, আমার এলাকায় কোনো অনশন হয়নি। কেউ রাস্তা-ঘাট অবরোধ করে অনশন করতে চাইলে তা তো করতে দিতে পারি না।
মো. নাসিম উদ্দিন/এসজে/এএসএম