টিআর কর্মসূচির আওতায় বাইসাইকেল পেলো ৯৫ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১১:১২ এএম, ২১ নভেম্বর ২০২১

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) ও রোববার উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়ের ৯৫ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

BICYCLE-PIC-2.jpg

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র সামছুজ্জামান অরুন, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

এসময় বাইসাইকেল বিতরণের পাশাপাশি ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮০ জোড়া বেঞ্চ ও ১৯টি বাদ্যযন্ত্র (ড্রাম) বিতরণ করা হয়।

আল-মামুন সাগর/ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।