নদীতে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:০৮ পিএম, ২১ নভেম্বর ২০২১

বগুড়ার বাঙালি নদীর সোনাকানিয়া এলাকা থেকে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী আইনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।

এর আগে, শনিবার দুপুর ১টার দিকে আইনুল তার দুই বন্ধুর সঙ্গে সাঁতরে নদী পার হচ্ছিল। দুই বন্ধু তীরে উঠতে পারলেও আইনুল নিখোঁজ হয়। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরে রাজশাহী থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল আইনুলের মরদেহ উদ্ধার করে। আইনুল সোনাকিয়া গ্রামের মো. আবুলের ছেলে। সে বয়ড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আইনুলের মরদেহ আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।