ধুনটে ১৮০ কেজি সরকারি চাল জব্দ
বগুড়ার ধুনটে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১৮০ কেজি (৬ বস্তা) চাল জব্দ করেছে পুলিশ। বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাঙ্গামাটি গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের জাহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে জাহিদুল ইসলামের বসতঘরের ভিতর থেকে ছয় বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে। এসময় কাউকে আটক করা যায়নি। তবে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) অমিত কুমার বলেন, জব্দ করা চাল থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
আরএইচ/এএসএম