কিশোরগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বিষয় ভিত্তিক ও ৪০ ভাগ সিলেবাসে পরীক্ষা নেয়ার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।
শনিবার ( ৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন কলেজে অধ্যয়নরত আগামী বছরের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে তারা শহরের কালীবাড়ী মোড় এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে প্রধান তিনটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সরিয়ে নেয়। সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে তারা ক্লাস করতে পারেনি। তাই এ বছরের মতো আগামী বছরও এইচএসসি পরীক্ষা ৪০ ভাগ সিলেবাসে নিতে হবে। একইসঙ্গে গ্রুপ অনুযায়ী সাবজেক্ট পরীক্ষা ও সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময় নির্ধারণ করতে হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তাই তাদের বুঝিয়ে রাস্তার পাশে সরিয়ে নেয়া হয়।
নূর মোহাম্মদ/এফএ/এমএস