‌‘একই ডিজাইনে বাঁধাই করে রাখা হবে বীর মুক্তিযোদ্ধাদের কবর’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১

বীর মুক্তিযোদ্ধাদের কবরগুলো যেন কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকে সেজন্য এগুলো একই ডিজাইনে বাঁধাই করে রাখা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জীবিত মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ঘটনাবহুল বক্তব্য রেকর্ডের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হবে।’

ধানুয়া কামালপুর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রমুখ।

নাসিম উদ্দিন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।