সফর শেষে দেশে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১২ ডিসেম্বর ২০২১

ভারত সফর শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বন্দরে প্রবেশ করেন বলে বেনাপোল বন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

jagonews24

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, কাস্টমস ডেপুটি কমিশনার আবুল কাইয়ুম, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বন্দর উপ-পরিচালক আব্দুল জলিল ও মামুন কবির তরফদারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে যান মো. শাহরিয়ার আলম।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।