স্বর্ণ চোরাচালান মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

যশোরে সোনা চোরাচালান মামলায় দিলীপ বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় বাকি দুজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত দিলীপ বিশ্বাস বেনাপোলের ৩ নম্বর ঘিবা গ্রামের নরেন বিশ্বাসের ছেলে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিমল কুমার রায়।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ নভেম্বর বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে দিলীপ বিশ্বাসকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো দুটি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। যার ওজন দুই কেজি। দাম ১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা।

এ ব্যাপারে বিজিবির হাবিলদার উবায়দুল্লাহ হক বাদী হয়ে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানা একটি মামলা করেন। এ মামলার তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত থাকায় দিলীপসহ তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শফি আহম্মেদ রিয়েল।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি দিলীপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম করাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মামলার বাকি দুই আসামি একই গ্রামের আছের আলী ও মিন্নু হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন।

মিলন রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।