বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অর্চনা বিশ্বাসকে যশোরে সংবর্ধনা
বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর পৌরসভার টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
নাগরিক সমাজ যশোরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অর্চনা বিশ্বাসের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি হাবিবা শেফা।
সংবর্ধনার শুরুতে সাংস্কৃতিক সংগঠন নৃত্যবিতানের ‘জাগো নারী, জাগো বহ্নিশিখা’ নারী জাগরণ গানে নৃত্য হয়। এরপর সংবর্ধিত এ নারীকে ফুলের শুভেচ্ছা জানান যশোরের সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য দেন- বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গমেজ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কবি মাজেদ নেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, নারী মুক্তিযোদ্ধা সালেহা বেগম, অর্চনা বিশ্বাসের কাকা অধ্যাপক হরিপদ বিশ্বাস, জয়তী সোসাইটির পক্ষে নূর জাহান আক্তার প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা অনুষ্ঠানের সদস্য সচিব হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। অনুষ্ঠানে অর্চনা বিশ্বাসের জীবনী পাঠ করেন যশোর ইনস্টিটিউটের সহ সাধারণ সম্পাদক রওশন আরা রাসু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্চনা বিশ্বাস সংগ্রামী নারী। আজীবন সংগ্রামী এই নারী আজন্ম নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। পুরুষ শাসিত সমাজকে ডিঙিয়ে রক্তচক্ষু উপেক্ষা করে নারী জাগরণের কাজ করে চলেছেন অর্চনা বিশ্বাস। সমাজের অবহেলিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উন্নয়নে কাজ করছেন তিনি। তার এ স্বীকৃতিতে শুধু তিনি নিজেই আনন্দিত হয়েছেন তা কিন্তু নয়, সমগ্র যশোরবাসীর জন্য এটি অনন্য স্বীকৃতি। অর্চনা বিশ্বাসের আদর্শ সমাজে বাস্তবায়ন করলে সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে।
মিলন রহমান/এসজে/এএসএম