প্রশিক্ষণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ গেলো যুদ্ধজাহাজ আবু উবাইদাহ্

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

সামরিক প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরে বন্ধুপ্রতিম দেশ শ্রীলঙ্কা এবং মালদ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ‘আবু উবাইদাহ্’।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় মোংলা নৌঘাঁটি ত্যাগ করে জাহাজটি। এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এ এ মামুন চৌধুরী ও নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তারা এবং নাবিকদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

সশস্ত্র বাহিনীর প্রতিনিধি ও দুই শতাধিক নৌসদস্য নিয়ে প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরের উদ্দেশে যাত্রা করা বানৌজা আবু উবাইদাহর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুজ্জান। এই শুভেচ্ছা সফরের সমুদ্রযাত্রায় বানৌজা আবু উবাইদাহ্ প্রায় ৪০০০ নটিক্যাল মাইল বা প্রায় ৭৫০০ কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দেবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

jagonews24

ওই প্রশিক্ষণ এবং শুভেচ্ছা সফরে নৌবাহিনী কর্মকর্তা ও নাবিকদের দেশ দুটির নৌবাহিনীর কর্মকাণ্ডসহ সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সম্মুখ ধারণা অর্জিত হবে।

জাহাজটির এ সফর বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের সঙ্গে সামরিক সুসম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। সফর শেষে জাহাজটির আগামী ০৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

এরশাদ হোসেন রনি/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।