বাগেরহাটে মেয়েকে ধর্ষণে বাবার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১

বাগেরহাটের কচুয়ায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে মো. ফয়জুল হাওলাদার (৫৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম সাইফুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. ফায়জুল হাওলাদার কচুয়া উপজেলার মাধবকাঠি গ্রামের প্রয়াত আবুল কালাম হাওলাদারের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিদ্দিকুর রহমান খান বলেন, ২০২০ সালের ১৫ মার্চ রাতে মো. ফয়জুল হাওলাদার মেয়ের শোবার ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন। ওই রাতে ফায়জুল তার মেয়েকে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান বলে অভিযোগ করেন তার স্ত্রী। ধর্ষণের ঘটনাটি রাতেই মাকে জানালে পরদিন মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম অভিযোগের সত্যতা পেয়ে আসামিকে গ্রেফতার করেন। পরে ৩১ মে ফয়জুল হাওলাদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

তিনি আরও জানান, বাদী পক্ষের সাতজন ও আসামি পক্ষের তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে আদালত ফয়জুলের যাবজ্জীবন, ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।