মোংলা বন্দরে ভলগেট আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক (মোংলা) বাগেরহাট
প্রকাশিত: ১০:০২ পিএম, ১৭ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

মোংলা বন্দরে আমদানিকৃত পণ্য অবৈধভাবে পরিবহণের কারণে একটি ভলগেট আটক করেছে বন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভলগেটটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ উপ সচিব মো. মাকরুজ্জামান মুন্সি।

তিনি বলেন, আনুমানিক ৬০০ মেট্রিক টন ইউরিয়া নিয়ে এম বি জামাল নামে ভলগেটটি মোংলা বন্দর ছেড়ে আশুগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পরে ধাওয়া করে বানিয়াশান্তা এলাকা থেকে ভলগেটটি আটক করি।

তিনি আরও বলেন, এ ধরনের ভলগেট শুধুমাত্র বালি মাটি পরিবহনের অনুমতি রয়েছে।এ ধরনের ভলগেটে পণ্য পরিবহনের কারণে পশুর চ্যানেলে গত কয়েক মাসে বেশ কয়েকটি ভলগেট ডুবির ঘটনা ঘটেছে।

মো. এরশাদ হোসেন রনি/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।