মোংলায় দুর্ঘটনাকবলিত ট্যাংকার থেকে ১৬ নাবিক উদ্ধার
মোংলা বন্দর চ্যানেলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওয়েল ট্যাংকারের ১৬ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে কোস্টগার্ডের বিসিজিএস মুনসুর আলী নামের একটি জাহাজ তাদের উদ্ধার করে। উদ্ধারকাজে সহায়তা করে কোস্টগার্ডের বিসিজি দুবলা ও বিসিজি কোকিলমনি স্টেশনের দুটি উদ্ধারকারী দল।
কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম হাসানুজ্জামান বলেন, সকালে ‘এমটি মনোয়ারা’ নামের একটি তেলের ট্যাংকার বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়ার কাছে গেলে ক্ষতিগ্রস্ত হয়। ট্যাংকারটি ভিএইচএফ চ্যানেলে ডিস্ট্রেস কল প্রদান করে। ওয়েল ট্যাংকারটি গত ১৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম হতে ১৬ জন ক্রুসহ এক হাজার ৫০০ টন ফার্নিশ তেল নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা করে।

ডিস্ট্রেস কল পাওয়া মাত্রই কোস্টগার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী দ্রুত উদ্ধার অভিযানের জন্য হারবাড়িয়া হতে দুর্ঘটনা কবলিত ওয়েল ট্যাংকারের দিকে যায়। এরমধ্যে বিসিজি আউটপোস্ট দুবলা ও বিসিজি স্টেশন কোকিলমনি থেকে দুটি উদ্ধারকারী দল, বোট ও পাম্পসহ তাদের উদ্ধার করা হয়।
মো. এরশাদ হোসেন রনি/আরএইচ/জেআইএম