পাবনায় ট্রলির সঙ্গে ভ্যানের সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১৯ ডিসেম্বর ২০২১
দুর্ঘটনাকবলিত পাওয়ার ট্রলি

পাবনায় মালবাহী ট্রলি ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে ঈশ্বরদীর উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের জয়নগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকতার আলী বিশ্বাস (৭০)। তিনি ভ্যানের যাত্রী ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের ছেলে। আহত দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দাশুড়িয়ার দিক থেকে একটি পাওয়ার ট্রলি রূপপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রলিটির সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানযাত্রী আকতার।

ভ্যানের আহত দুই যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ রোববার (১৯ ডিসেম্বর) সকালে জানান, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক পাওয়ার ট্রলিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।

আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।