মাছ কিনতে যাওয়ার পথে বাসের চাপা, ঘটনাস্থলেই নিহত ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বিরামপুর (দিনাজপুর)
প্রকাশিত: ১১:০০ এএম, ১৯ ডিসেম্বর ২০২১

দিনাজপুরের বিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাসচাপায় ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বিরামপুর পৌরশহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফুলবাড়ী উপজেলার ভাটপাইল নয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে জহুরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ঝড়ু মণ্ডলের ছেলে সাইদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে জহুরুল ইসলাম ভ্যানচালক ছিলেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে ভ্যানযোগে বিরামপুর শহরে মাছ কিনতে আসছিলেন জহুরুল ও সাইদুল। পথে টাটকপুর এলাকায় মহাসড়কের ওপর ভ্যানটি ওঠামাত্র ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪০৩) একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ওসি সুমন কুমার মহন্ত জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।