বাগেরহাটে পুলিশের পোশাকসহ নারী আটক
প্রতীকী ছবি
বাগেরহাটের ফকিরহাটে পুলিশ পরিচয় দেওয়া নাসরীন খাতুন নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার দিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাসরীন খাতুন ঢাকায় বসবাস করতেন। মঝে মধ্যে পুলিশের পোশাক পরে নিজ এলাকায় এসে পুলিশে চাকরি করেন বলে দাবি করতেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম বলেন, ওই নারী পুলিশ পরিচয় দিয়ে নানাভাবে প্রতারণা করতেন। তার কাছ থেকে পুলিশের পোশাক উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
শওকত বাবু/আরএইচ/জিকেএস