ছয় দিন ধরে নিখোঁজ যমজ ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:২৯ এএম, ২০ ডিসেম্বর ২০২১

পাবনার চাটমোহরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় তুষান (১৪) ও ইষান (১৪) নামে যমজ দুই ভাই। ছয়দিনেও তাদের সন্ধান পাওয়া যায়নি না।

এ ঘটনায় রোববার (১৯ ডিসেম্বর) চাটমোহর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের বাবা তরিকুল ইসলাম। উপজেলার মথুরাপুর ইউনিয়নের সারড়া গ্রামের তাদের বাড়ি।

স্থানীয়রা জানান, তুষার চাটমোহর বালুচর মাঠের পাশে শাহ আলমের রঙের দোকানে কাজ করে। আর ইষান ভাদুনগর বাজারে মোটরসাইকেল গ্যারেজে কাজ করে। প্রতিদিনের মতো ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে তারা নিজ নিজ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু দুই ভাই ওই দিন বাড়ি ফিরে না আসায় স্বজনরা তাদের মোবাইল নম্বরে ফোন করে তা বন্ধ পান। এরপর থেকে বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারটি ঘটনার পাঁচদিন পর রোববার (১৯ ডিসেম্বর) পুলিশকে জানায়।

নিখোঁজদের বাবা তরিকুল ইসলাম বলেন, ১৫ ডিসেম্বর সকালের খাবার খেয়ে দুপুরের খাবার নিয়ে কাজে বের হয় তুষান ও ইষান। রাতে তারা বাড়ি ফিরে না আসায় মোবাইলে খোঁজ খবর নিতে থাকি। এরপর স্বজনদের বাড়িসহ অনেক জায়গায় খুঁজেও তাদের পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমার দুই ছেলের আয় দিয়েই সংসার চলে। তাদের কোন খোঁজ না পাওয়ায় বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। তাদের কেউ অপহরণ বা গুম করতে পারে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

আমিন ইসলাম জুয়েল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।