নৌকার ক্যাম্প ভাঙচুরের মামলা, স্বতন্ত্র প্রার্থীর পাল্টা অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০২ জানুয়ারি ২০২২
মাথায় কাফনের কাপড় বেঁধে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র প্রার্থী

নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তাহের আজাদের সমর্থকদের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (১ জানুয়ারি) রাতে নৌকার কর্মী জাওলা গ্রামের মতিউর রহমান রবিবার মদন থানায় একটি মামলা করেছেন।

এদিকে মামলার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে রোববার উপজেলা বটতলা বাজারে সংবাদ সম্মেলন করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আবু তাহের আজাদ। প্রচারণায় বাধা দিতে পুলিশের হয়রানির উদ্দেশ্যে নৌকার প্রার্থী ও তার লোকজন ভাঙচুরের মিথ্যা ঘটনা সাজিয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কাইটাইল ইউনিয়নের নৌকার প্রার্থী হয়েছেন মদন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাফায়াত উল্লাহ রয়েল। তার প্রতিদ্বন্দ্বী (আনারস প্রতীকে) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাদের আজাদ। দুজনই এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
শনিবার রাতে ১ নম্বর ওয়ার্ডের খাগুরিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী আবু তাহের আজাদ তার কর্মীদের নিয়ে প্রচারণায় যান। এ সময় নৌকার কর্মীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আবু তাহেরের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে আবু তাহের ও তার কর্মীরা খাগুরিয়া বাজারের আওয়ামী লীগের দলীয় অফিস ও নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন। পরে দুপক্ষের মধ্যে উত্তেজনার তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নৌকার কর্মী মতিউর রহমান বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে মদন থানায় একটি মামলা করেন।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু তাহের আজাদ বলেন, শানিবার রাতে আমার কর্মীদের নিয়ে খাগুরিয়া বাজারে প্রচারণায় যাই। নৌকার কর্মীরা আমার প্রচারণায় বাধা দেয়। তারা আমাদের চারদিক থেকে আটকে রাখে। পুলিশ ঘটনাস্থলে আসলে আমরা চলে আসি। পরে নৌকার প্রার্থী রয়েলের লোকজন বটতলা বাজারে আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন। নৌকার কর্মীরা নিজেরাই ভাঙচুর করে আমাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়েছে।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ নিয়ে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ গ্রহণ না করে আমাকে ফিরিয়ে দেন। আমার ক্যাম্প ভাঙচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে কাফনের কাপড় পড়ে সংবাদ সম্মেলন করছি।

এ বিষয়ে নৌকার প্রার্থী সাফায়াত উল্লাহ রয়েল বলেন, স্বতন্ত্র প্রার্থী আবু তাহের আজাদ ও তার লোকজন খাগুরিয়া বাজারে আমার ক্যাম্প ভাঙচুর করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আমার কোনো কর্মী বা সমর্থক বটতলা বাজারে স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্প ভাঙচুর করেনি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জাগো নিউজকে বলেন, কাইটাইল ইউনিয়নের নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এমন কোনো অভিযোগ এখনো পাইনি।

মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।