৫৪ বছরে এসএসসি পাস করা আব্দুল হান্নানকে সম্মাননা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১১:৫৮ পিএম, ০২ জানুয়ারি ২০২২
আব্দুল হান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করা সেই আব্দুল হান্নানকে সম্মননা দেওয়া হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুরে ‘জাতীয় সমাজসেবা দিবসে’ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাবেক ডেপুটি কমান্ডার তরিকুল ইসলাম, মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া প্রমুখ।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তা মধুমতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানাসহ ১০ জনকে সম্মাননা ক্রেস্ট, ১৩৮ জনকে অনুদান ও ভাতাভোগীর মাঝে ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।

আব্দুল হান্নান চলতি বছর তেলকুপি জামিলা স্বরণী ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। গত ৩০ ডিসেম্বরে প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৪ দশমিক ১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

সোহান মহামুদ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।