সড়কের পাশের জমিতে মিললো ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০৪ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

নিখোঁজের একদিন পর নেত্রকোনার কলমাকান্দা থেকে মো. মজিবুর রহমান (২৪) নামের এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সীমান্তবর্তী লেঙ্গুরা ইউনিয়নের উত্তর গৌরীপুর এলাকায় একটি সড়কের পাশের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে দুর্গাপুর উপজেলা থেকে মজিবুর রহমান নিখোঁজ হন।

নিহত মজিবুর রহমানের বাড়ি দুর্গাপুরের পূর্ব নলোয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে ইজিবাইকটি নিয়ে বের হন মজিবুর রহমান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। বেলা ১১টার দিকে কলমকান্দার উত্তর গৌরীপুর এলাকার একটি সড়কের পাশের ক্ষেতে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, ‘ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চালককে কৌশলে দুর্গাপুর থেকে কলমাকান্দার উত্তর গৌরীপুর এলাকায় নিয়ে এসে গলাকেটে হত্যা করে।’

এইচ এম কামাল/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।