স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৬ জানুয়ারি ২০২২
প্রতীকী ছবি

বান্দরবান সদর উপজেলার রাজবিলায় স্ত্রীকে হত্যা করে স্বামীকে অপহরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সিংয়ানু মারমা (৩০) রেথোয়াই মারমার (৪০) স্ত্রী। তারা রাজবিলা ইউনিয়নের ২নং ওয়ার্ড থংজমা পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৩টার সময় ৫-৬ জনের একটি অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মারমার বাড়িতে ঢুকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যেতে চাইলে তার স্ত্রী বাধা দেন। এসময় তারা স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে স্বামীকে অপহরণ করে নিয়ে যান। সন্ত্রাসীরা পাহাড়ি সংগঠন এমএলপির সক্রিয় সদস্য বলে ধারণা করছে স্থানীয়রা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, একজনকে হত্যা ও একজনকে অপহরণের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা ও অপহরণের মূল কারণ এখনো জানা যায়নি।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।