বিজয়ী ৫ মেম্বারের গলায় টাকার মালা পরিয়ে আনন্দ মিছিল
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের নবনির্বাচিত পাঁচ মেম্বারের গলায় টাকার মালা পরিয়ে আনন্দ মিছিল বের করেছেন সমর্থকরা।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে মিছিলটি ইউনিয়নের আঙ্গরপোতা থেকে বঙ্গেরবাড়ি হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে তাদের হাজারো কর্মী-সমর্থক বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে নেচেগেয়ে আনন্দ উল্লাস করেন।

নবনির্বাচিত মেম্বাররা হলেন- ১নং ওয়ার্ডের ফরিদুল ইসলাম, ২নং ওয়ার্ডের রফিজুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সাইফুল ইসলাম, ৬নং ওয়ার্ডের ইউনুস আলী ও ৭ নং ওয়ার্ডের গোলাম রব্বানী।
স্থানীয় সূত্র জানায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়নে ভোটগ্রহণ হয়। এতে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি জনপ্রতিনিধি হিসেবে নতুন মুখ। এছাড়া পরিষদের ৯টি ওয়ার্ডে নির্বাচিত সদস্যরা সবাই নতুন। তাই নবনির্বাচিত পাঁচ মেম্বারের গলায় টাকার মালা পরিয়ে আনন্দ মিছিল বের করেন সমর্থকরা।

১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, টাকায় ভালোবাসা কেনা যায় না। তাই গ্রামবাসী আনন্দ মিছিলে আমাকে উপহার হিসেবে টাকা দিয়ে মালা বানিয়ে গলায় পরিয়েছেন।
৭নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার গোলাম রব্বানী জাগো নিউজকে বলেন, ভোটাররা ভালোবেসে টাকার মালা আমার গলায় ঝুলিয়ে দেয়।
রবিউল হাসান/এসজে/এমএস