নিষেধাজ্ঞার পরও কিন্ডারগার্টেন চালু রাখায় শিক্ষককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৪ জানুয়ারি ২০২২
সরকারি নিষেধাজ্ঞার পরও ক্লাস চলছিল নন্দীগ্রামের মা কেজি অ্যান্ড হাইস্কুলে

করোনা মোকাবিলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখায় বগুড়ায় এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত শিক্ষকের নাম শামীম হোসেন।

Bogra-(2).jpg

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনার বিস্তার ঠেকাতে সরকারিভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ রয়েছে। এ নির্দেশ অমান্য করে নন্দীগ্রামের মা কেজি অ্যান্ড হাইস্কুল চালু রাখেন শিক্ষক শামীম হোসেন। কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা না করেই ক্লাস চালু রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় স্কুলের পরিচালক শামীম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সরকারি নিষেধ তুলে না নেওয়া পর্যন্ত স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, করোনা মোকাবিলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে স্কুল খুলে রাখার দায়ে শিক্ষককে জরিমানা করা হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।