ফাঁকা মাঠে মিললো কিশোরীর পোড়ানো মরদেহ

ফরিদপুর সদর উপজেলার বিলনালিয়া গ্রামের ফাঁকা মাঠ থেকে এক কিশোরীর পোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার কৈজুরী ইউনিয়নের বিলনালিয়া গ্রামের গাজীর চক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা ব্যাগ ভর্তি ১০-১২ বছরের অজ্ঞাত কোনো কিশোরীকে হত্যার পর লাশ পেট্রোল ঢেলে আগুনে পোড়ানো হয়।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. নুর উদ্দিন বলেন, সকালে পোড়া মরদেহ থেকে ধোয়া দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। ধারণা করা হচ্ছে হত্যার পর সুটকেস জাতীয় ব্যাগ ভর্তি মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। পোড়ানো মরদেহটি দেখে মনে হচ্ছে কিশোরী।
ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সংকর কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আগুনে পোড়া ছাই ও মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১০/১২ বছরের কোনো কিশোরীর মরদেহ এটা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস