ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

সড়ক দুর্ঘটনা/প্রতীকী ছবি
ফরিদপুর শহরে ট্রাকচাপায় ফারহান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে শহরের টেপাখোলা লেকপাড়ের শিশু সদনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান শহরের পিয়ন কলোনির কমলাপুরের বাসিন্দা।
জানা যায়, শহরের সিএন্ডবি ঘাট অভিমুখে যাওয়ার পথে টেপাখোলা লেকপাড়ের শিশু সদনের সামনে অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহী ফারহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলের অপর আরোহী আকাশ (২০) গুরুতর হন। পরে তাকে আহতাবস্থায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, মরদেহ ও মোটরসাইকেলটি কোতয়ালী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়গুলো প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/এআরএ