ফরিদপুর মেডিকেলে ব্যবহারের অনুপযোগী টয়লেট, দুর্ভোগে রোগীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
ব্যবহারের অনুপযোগী টয়লেট

ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেটগুলো। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনদের।

সরেজমিনে দেখা যায়, এ হাসপাতালের ওয়ার্ড ও টয়লেট অপরিষ্কার নিয়ে অভিযোগের যেন অন্ত নেই। ভর্তি রোগীদের বিভিন্ন ওয়ার্ডের টয়লেটগুলোর বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। কোনটিতে নেই দরজা, কোনটিতে পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। অধিকাংশ টয়লেট পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

jagonews24

এহসানুল হক নামের ভুক্তভোগী এক রোগীর বাবা বলেন, টয়লেট পরিষ্কারের কথা বললে সিস্টাররা কর্ণপাত করেন না। আয়ারা আমাদের সঙ্গে এ নিয়ে দুর্ব্যবহারও করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, ক্লিনারদের অধিকাংশ নিজের কাজ না করে প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের দালালি নিয়ে ব্যস্ত। হাসপাতালের বাইরের পরিবেশ যতোটা সুন্দর ভিতরের পরিবেশ ঠিক ততোটা অসুন্দর। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো দৃষ্টি নেই বললেই চলে।

jagonews24

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আসাদুল্লাহ জাগো নিউজকে বলেন, আমাদের ৭০ জন ক্লিনার সাত মাস ধরে সরকারি বেতন পায় না বিধায় তাদের কাজের বিষয়ে বাধ্য করতে পারি না। তবে কেন তারা (ক্লিনার) সরকারি বেতন পাচ্ছেন না তার সঠিক জবাব তিনি দিতে পারেননি।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান বলেন, হাসপাতালে জনবল প্রয়োজনের তুলনায় অনেক কম থাকায় এ সমস্যা হয়েছে। তারপরেও আমরা খুব শিগগিরই এগুলো পরিষ্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।