প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি মেম্বার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

নেত্রকোনার পূর্বধলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম খান (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় তার ছোট ভাইও গুরুতর আহত হন।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ওই গ্রামের বাসিন্দা। তার ছোট ভাই বজলুর রহমান খানকে (৫০) আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঔটি বহুলী গ্রামের এক খণ্ড জমি নিয়ে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে মেরাজ খাঁর ছেলে আব্দুস সালামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষের মামলা-মোকদ্দমা চলমান আছে। হয়েছে একাধিক দরবার-সালিশও।

শনিবার সকাল ৯ টার দিকে আব্দুল সালাম ও তার লোকেরা বিরোধপূর্ণ জমিতে ধান রোপণ করতে গেলে বজলুর রহমান খান বাধা দেন। এ সময় আব্দুস সালামের ছোট ভাই মোফাজ্জল হোসেন ও ছেলে স্বাধীন বজলুরকে কোদাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

খবর পেয়ে নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হলে প্রতিপক্ষের লোকেরা তার ওপরও হামলা চালান। এতে তিনিও গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুপুরের দিকে চিকিৎসক কনক প্রভা নন্দী আহত নজরুল ইসলাম খানকে মৃত ঘোষণা করেন। এছাড়া বজলুর রহমান খানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে পূর্বধলা থানা পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় সন্ধ্যায় নিহতের স্ত্রী হেলেনা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

এইচ এম কামাল/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।