দুই সন্তানসহ ১৫ দিন ধরে নিখোঁজ গৃহবধূ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
স্বামী ও শিশুসন্তানসহ নিখোঁজ শরিফা খাতুন ওরফে স্বপ্না

যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয়ে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন শরিফা খাতুন ওরফে স্বপ্না (৩২) নামের এক গৃহবধূ। তিনি উপজেলার নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

গত ১৯ জানুয়ারি শরিফুল ইসলাম সজিব (১১) ও সাইফুল ইসলাম সৌরভ (৬) নামের দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন স্বপ্না। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় গত ২২ জানুয়ারি শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্বামী কামাল হোসেন। জিডি নম্বর ৮৭২।

কামাল হোসেন বলেন, ঘটনার দিন সকালে নাভারণ আকিজ বিড়ি ফ্যাক্টরিতে কাজের উদ্দেশ্যে দুই ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন স্বপ্না। তবে সারাদিনের মধ্যেও তিনি ফিরে না আসায় খোঁজ নেওয়া শুরু করেন। দুইদিনেও তার সন্ধান না পেয়ে ২২ জানুয়ারি শার্শা থানায় তিনি জিডি করেন।

শার্শা থানার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিখোঁজ স্বপ্নার স্বামী একটি জিডি করেছেন। ওই নারীসহ দুই সন্তানের সন্ধানে পুলিশ চেষ্টা করে যাচ্ছে।

এদিকে স্ত্রী ও দুই সন্তানকে ফিরে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন কামাল হোসেন। সেই সঙ্গে তাদের সন্ধান পেলে ০১৮৫২৫৬৩৭৬০ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তিনি।

জামাল হোসেন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।