যশোরে বিষপানে সন্তানসহ গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২২
হাসপাতালে কাতরাচ্ছে পাঁচ বছরের শিশু সন্তান

যশোরে অপবাদ সইতে না পেরে  বিষপানে সন্তানসহ গৃহবধূর আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সাতমাইল তীরেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। 

যশোর সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. ওবাইদুল কাদির উজ্জ্বল জানান, শিশু ও গৃহবধূর শারীরিক অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, ১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে প্রতিবেশী হাফিজুর রহমানের ছেলে রনি ওই গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় চিৎকার দিলে রনি ঘর থেকে পালিয়ে যায়। পরদিন ২ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে সালিশ হয়। সেখানে রনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে শাস্তি স্বরূপ জরিমানা করা হয়। পরে দেবর মনিরুজ্জামান মনি তার ভাবি সম্পর্কে খারাপ কথা বলেন। এতে অভিমানে তিনি বৃহস্পতিবার পাঁচ বছরের শিশু সন্তানকে ঘাস মারার বিষ খাইয়ে নিজেও বিষ পান করেন। বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পারলে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মিলন রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।