ভৈরব নদে ৬৮০ টন সারবোঝাই জাহাজডুবি
যশোরের অভয়নগরে ৬৮০ মেট্রিক টন ইউরিয়া সারবোঝাই ‘এমভি শারিব বাঁধন’ নামের একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পীরবাড়ী ঘাট সংলগ্ন ভৈরব নদে জাহাজটি ডুবে যায়।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজের মাস্টার, সুকানি, লস্করসহ আটজন সাঁতরে জীবন রক্ষা করেন। ডুবে যাওয়া সারের মূল্য আনুমানিক ৯০ লাখ টাকা বলে জানা গেছে।
এমভি শারিব বাঁধন জাহাজের মাস্টার মোহাম্মদ সজীব জানান, গত ২১ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ৬৮০ মেট্রিক টন ইউরিয়া নিয়ে যশোরের অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। ২৫ জানুয়ারি নওয়াপাড়া নৌবন্দরে পৌঁছে বেঙ্গল ঘাটে নোঙর করে। বুধবার (২ ফেব্রুয়ারি) পীরবাড়ী ঘাটে সার আনলোড করার জন্য নোঙর করা হয়। আজ ভোরের দিকে জাহাজের তলদেশ ফেটে হ্যাজে পানি ঢুকতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যায়।
মাস্টার মোহাম্মদ সজীব আরও বলেন, ‘আমরা সবাই সাঁতরে জীবন রক্ষা করেছি। এ ঘটনায় দুপুরে অভয়নগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।’

ক্যারিং কনট্রাক্টর মেসার্স সঞ্জয় ট্রেডিংয়ের মালিক সঞ্জয় কুমার জানান, ডুবে যাওয়া সারের আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। নদী দখলের কারণে ও নাব্য হ্রাস পাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে নওয়াপাড়া নৌপুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ত্রুটিপূর্ণ জাহাজের কারণে এ ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ বলেন, আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। কাল সকাল থেকে আবার উদ্ধার কার্যক্রম শুরু হবে।
খুলনা নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম-পরিচালক আশরাফ হোসেন জানান, নৌযান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মিলন রহমান/এসআর/জেআইএম