মিথ্যা ঘোষণায় আপেল জুস আমদানি, ১৯ লাখ টাকার শুল্ক ফাঁকি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০২:৩০ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২২

মিথ্যা এইচএস কোড ঘোষণা দেখিয়ে আপেল জুস আমদানিতে ১৯ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া একটি চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার আব্দুল রশীদ মিয়া বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে রাজস্ব ফাঁকির এ ঘটনা উদঘাটন করেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স খালিদ এন্টারপ্রাইজ ভারত থেকে ৫৮৭ প্যাকেজ আপেল জুস আমদানি করেন। যার বি/ই নম্বর সি-২৫৭৯। আমদানিকারক মিথ্যা ঘোষণা দিয়ে কাস্টম হাউজে কাগজপত্র দাখিল করেন।

বেনাপোল কাস্টম হাউজের ইনভেস্টিগেশন রিসার্স ম্যানেজমেন্ট (আইআরএম) টিমের প্রধান উপ-কমিশনার এইচ এম আহসানুল কবির পণ্যচালানটি কায়িক পরীক্ষা করে ১৯ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরে ফেলেন। আমদানি করা পণ্য চালানটির শুল্ক ফাঁকি দিতে সঠিক এইচএস কোড ব্যবহার না করে অন্য এইচএস কোড ব্যবহার করেন আমদানিকারক। রাজস্ব ফাঁকির অভিযোগে আইআরএম টিম আমদানিকারকের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করেছে।

বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া রাজস্ব ফাঁকির ঘটনা নিশ্চিত করে বলেন, বেনাপোল কাস্টম হাউস রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে। আমদানিকারকদের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে কাস্টম হাউস। অসৎ আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের তালিকা তৈরি করে রেড জোনে রাখা হয়েছে।

মো. জামাল হোসেন/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।