গাজীপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
মানববন্ধনে অংশ নিচ্ছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সচেতন অভিভাবক-শিক্ষকদের শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চান্দনা চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়।

সকালে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার ১৮২ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ১০ হাজার মানুষ তিন কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে যোগ দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর আগে গত ২০২০ ও ২০২১ সনে ১৮ মাস ধরে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে সারাদেশে বাল্যবিবাহের সংখ্যা বেড়ে যায়। অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্যে শিক্ষার্থীদের হাতে স্মার্ট ফোন তুলে দিতে হয়েছে অভিভাবকদের। শিক্ষকদের সঙ্গে কিংবা লেখাপড়ায় সম্পৃক্ত হওয়ার বদলে শিক্ষার্থীরা ভার্চুয়াল মাদক পাবজি ও ফ্রি ফায়ার গেমসসহ ইন্টারনেটের ক্ষতিকর এ্যাপসগুলোতে আসক্ত হচ্ছে।

গাজীপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

তারা আরও বলেন, কিশোর গ্যাংয়ে সঙ্গে জড়িয়ে ভয়ঙ্কর অপরাধী হিসেবে বেড়ে উঠছে বিপুল সংখ্যক কিশোর শিক্ষার্থী। ফেসবুকের মাধ্যমে ছেলে-মেয়েরা কিশোর বয়সেই অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীরা ভালো কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখতে না পেরে পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর কাজে জড়িয়ে পড়ছে।

এ সময় মো. শহীদুল ইসলাম মণ্ডল, মুহাম্মদ শহীদুল্লাহ মিঠু, মোহাম্মদ হান্নান সরকার, তমিজুল ইসলাম, আব্দুস সামাদ, ইরান শাহ রাব্বানী, আমির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।