নতুন কমিশনের অধীনেই নির্বাচন করতে হবে বিএনপিকে: শাজাহান খান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২২
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

নির্বাচনে অংশ নিতে হলে বিএনপিকে নবগঠিত কমিশনের (ইসি) অধীনেই আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

তিনি বলেছেন, বিএনপি নেতারা বলছেন এ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নির্বাচনে অংশ নিবেন না। এমন দাবি তারা আগেও করেছিলেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ইসি গঠন হওয়ার আগে সার্চ কমিটির কাছে বিএনপি কোনো তালিকা দেয়নি। তাদের বলার পরও তারা নীরব ছিল। নির্বাচন কমিশন গঠনে বিএনপি পালিয়ে বেড়িয়েছে। এখন গঠন হওয়ার পরে ভিন্ন দাবি তুলছেন। বিএনপি এর আগেও মানুষ হত্যা করে, গাড়ি-বাড়ি পুড়িয়ে সম্পদ নষ্ট করে নির্বাচন বন্ধ করতে চেয়েছিল। কিন্তু তারা সেটা পারেনি। এবারও তারা নির্বাচনকে বানচাল করতে পারবে না। এ ইসির মাধ্যমেই সঠিক নির্বাচন হবে।

ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল কুমার সাহা, সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, ডা. মো. গোলাম সরোয়ার প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।