মিয়ানমারে ৩৬ দিন বন্দি থেকে দেশে ফিরলেন ৬ জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:১০ পিএম, ০৯ মার্চ ২০২২
মিয়ানমার থেকে ফেরত আসা জেলেরা

মিয়ানমারে দীর্ঘ ৩৬ দিন বন্দি থাকার পর ছয় বাংলাদেশি জেলেকে বিজিবির প্রচেষ্টায় দেশে ফেরত আনা হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে তারা টেকনাফ জেটিঘাট দিয়ে বাংলাদেশ আসেন।

ফেরত আসা বাংলাদেশি জেলেরা হলেন- টেকনাফ নোয়াখালী পাড়ার আবদু ছোবাহানের ছেলে আব্দুর রহমান, একই গ্রামের জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ এবং টেকনাফ মিঠাপানির ছড়া গ্রামের হোছন আলীর ছেলে মো. তৈয়ব, একই গ্রামের মো. ছফরের ছেলে আব্দুর রশিদ ও আবু তালেবের ছেলে মো. মামুন।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশি ছয় জেলে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান। সাগরে নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে তারা ঢেউয়ের তোড়ে মিয়ানমার সমুদ্র উপকূলে চলে যান। পরবর্তীকালে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) তাদের আটক করে দেশটির কারাগারে বন্দি রাখে।

লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার আরও বলেন, বিষয়টি বিজিবি জানার পর থেকে বিজিপির সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ চালানো হয়। পরে মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ মিশনের সহায়তায় বুধবার তাদের দেশে ফেরত আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সায়ীদ আলমগীর/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।