৬ দোকানে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ০৯ মার্চ ২০২২
রাজৈর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মাদারীপুরের রাজৈর উপজেলার রাজৈর বাজারে ছয়টি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালানো হয়েছে। বুধবার (৯ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত চালানো এসব অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজৈর উপজেলার নিরাপদ খাদ্য পরির্দশক মো. নুরুজ্জামান মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি বলেন, মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস উপজেলার রাজৈর বাজারে তদারকিমূলক অভিযান চালান। এসময় তিনি সয়াবিন তৈল ধার্য করা মূল্যের চেয়ে বেশি দাম বিক্রি করায় স্বপন শাহাকে ৪০ হাজার, সামির ভ্যারাইটিস স্টোরের মালিক সাদ্দাম হোসেনকে ১০ হাজার ও আবুল খায়ের কাজীর মুদি দোকানে ১০ হাজার টাকা জরিমানা করে।

নুরুজ্জামান মোল্ল্যা আরও বলেন, অন্যদিকে মাতৃ মিষ্টান্ন ভাণ্ডারের দীপংকর সাহাকে ৫ হাজার, তৃপ্তি মিষ্টান্ন ভাণ্ডারের মালিক অরুণ কান্তি সাহাকে ৫ হাজার ও গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের গোবিন্দ সাহাকে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ কে এক নাসিরুল হক/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।