পায়রা বন্দরে বিদেশি জাহাজ থেকে ডিজেল চুরি, আটক ৫

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১০ মার্চ ২০২২

পটুয়াখালীর পায়রা বন্দরের বিদেশি লাইটার জাহাজ থেকে তিন হাজার ২০০ লিটার ডিজেল চুরির সময় আটক তিনজন ও ঘুষ দিতে এসে আরও দুজনকে আটক করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর রাতে বন্দরের রাবনাবাদ চ্যানেলের খাপড়াভাঙ্গা নদী থেকে তাদের আটক করা হয়।

jagonews24

আটকরা হলেন- আহমেদ মিম (৩৪), খলিল হাওলাদার (৪০), তাইজুল (৪০), আক্কাস আলী (৪০) ও রাজীব হাওলাদার (৩৫)।

jagonews24

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে চক্রটি পায়রা বন্দরে আগত বিদেশি জাহাজ থেকে চোরাই তেল ক্রয় করে আসছে। পরে আবার এসব তেল গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের কাছে বিক্রি করতেন তারা।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।