বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১০ মার্চ ২০২২
হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্রী

গাজীপুরের শ্রীপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে এক বখাটে।

বৃহস্পতিবার (১০ই মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বরমী বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম মামুন (২৫)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী বলেন, কলেজে আসা-যাওয়ার সময় মামুন প্রায়ই উত্ত্যক্ত করতেন। মাস খানেক আগে বিয়ের প্রস্তাব পাঠালে বাবা সেটি প্রত্যাখ্যান করেন। এনিয়ে তার মধ্যে ক্ষোভ ছিল। বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির পর বরমী বালু ঘাট এলাকায় মামুন আমার গতিরোধ করেন। তাকে দেখে অন্যপাশ দিয়ে চলে যেতে চাইলে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বরমী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান খান বলেন, খবর পেয়ে স্থানীয়দের নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা জানান, আহত ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার হাত-বুক ও পেটে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছাত্রীর সঙ্গে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।