‘নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের কারসাজি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:১২ পিএম, ১১ মার্চ ২০২২
হাসানুল হক ইনু

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের কারসাজি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। শুক্রবার (১১ মার্চ) সকালে সুনামগঞ্জের একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাসানুল হক ইনু বলেন, নিত্যপণ্যের উৎপাদন-সরবরাহ ভালো, আমদানিতেও কোনো সমস্যা নাই। এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের কারসাজি। দায় এড়ালে চলবে না, সরকারকেই বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

jagonews24

তিনি বলেন, সিন্ডিকেট ধ্বংস করার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করুন। এটা করতে পারলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। রমজানকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানি হয়ে গেছে। সুতরাং দাম বাড়ানোর কোনো যুক্তি নাই।

এসময় জাসদের জেলা সভাপতি এনামুজাম্মান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।